মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

আজ শুক্রবার এক শোকবার্তায় ইসলামী আন্দোলনের আমীর বলেন, হাফেজ্জী হুজুর রহ. এদেশের ইসলামী রাজনীতিতে নতুন মাত্রা এনেছিলেন। তিনি তওবাহ’র রাজনীতির মাধ্যমে উম্মাহকে সংগঠনিত করেছিলেন। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন হযরত হাফেজ্জি হুজুর রহ. এর সর্বশেষ যোগ্য উত্তরসূরী ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর।

বিবৃতিতে পীর সাহেব বলেন, তিনি ইসলামের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়েছেন। মরহুম আতাউল্লাহ হাফেজ্জী একজন বাংলাদেশি দেওবন্দি ধারার ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। 

তিনি আরও বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে আমরা একজন বরেণ্য ইসলামী রাজনীতিবিদকে হারালাম। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

পীর সাহেব চরমোনাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবার পরিজনকে সবরে জামিল এখতিয়ারের আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ