শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

আজ শুক্রবার এক শোকবার্তায় ইসলামী আন্দোলনের আমীর বলেন, হাফেজ্জী হুজুর রহ. এদেশের ইসলামী রাজনীতিতে নতুন মাত্রা এনেছিলেন। তিনি তওবাহ’র রাজনীতির মাধ্যমে উম্মাহকে সংগঠনিত করেছিলেন। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন হযরত হাফেজ্জি হুজুর রহ. এর সর্বশেষ যোগ্য উত্তরসূরী ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর।

বিবৃতিতে পীর সাহেব বলেন, তিনি ইসলামের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়েছেন। মরহুম আতাউল্লাহ হাফেজ্জী একজন বাংলাদেশি দেওবন্দি ধারার ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। 

তিনি আরও বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে আমরা একজন বরেণ্য ইসলামী রাজনীতিবিদকে হারালাম। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

পীর সাহেব চরমোনাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবার পরিজনকে সবরে জামিল এখতিয়ারের আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ