শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর! পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা

মাত্র ১০ মিনিটেই বিমানবন্দর থেকে ফার্মগেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বহুল আলোচিত স্থাপনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১২ কিলোমিটার এলাকা উদ্বোধন হবে কাল শনিবার। এটি উদ্বোধন হলে রাজধানীর বিমানবন্দরের পাশের কাওলা থেকে ফার্মগেট যাওয়া যাবে মাত্র ১০ থেকে ১১ মিনিটে। এই তথ্য জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, কাওলা থেকে ফার্মগেট-তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত মাত্র ১০-১১ মিনিটে কাভার করবে। এই পথে অনেক যাত্রী আসা যাওয়া করবেন। এর সুফল অবশ্যই ‌পাবে রাজধানীবাসী। এর সঙ্গে যখন মতিঝিল পর্যন্ত এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয়ে যাবে, তখন সুফল আরও বেশি হবে। ঢাকা আরও আধুনিক শহরে রূপ নেবে। যান চলাচল সহজ হবে। যানজট পালাবে।

২০২৪ সালের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরোটা চালু করা হবে এমন আশা ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ৬৫ শতাংশ কাজ হয়ে গেছে। এখন যে অংশ উদ্বোধন হচ্ছে না, সেখানেও অনেক কাজ হয়ে গেছে। আমরা আশা করছি আগামী ২০২৪ সালের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোটা চালু করতে পারবো।

উল্লেখ্য, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে মগবাজার, মগবাজার থেকে কুতুবখালি পর্যন্ত গন্তব্য। পুরো অংশের দূরত্ব ২০ কিলোমিটার। র‍্যাম্পসহ মোট ৪৬ কিলোমিটার।

এর সুফল সম্পর্কে মন্ত্রী বলেন, মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশ উদ্বোধন করার পর এর সুফল নিশ্চয়ই পাওয়া যাবে। অল্প একটু পথ উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত দুঘণ্টার রাস্তা কিন্তু এখন মেট্রোরেলে ১০ মিনিট লাগে। এর সুফল মানুষ এখন পেতে শুরু করেছে। আর মতিঝিল পর্যন্ত যখন মেট্রো যাবে, এই সুফলটা আরও বেশি পাওয়া যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাক মির্জা আজম, সেতু সচিব মো. মনজুর হোসেনসহ আরো অনেকে।

টিএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ