শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

কাঁচা মরিচ ছাড়া তরকারি রান্না করবেন কিভাবে ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কাঁচা মরিচ ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না। কিন্তু বর্তমানে নানা অজুহাতে দেশে কাঁচা মরিচের দাম বাড়ছে। আর কাঁচা মরিচের এই উর্ধ্বগতির কারণে রান্না করার জন্য কাঁচা মরিচ ছাড়া রান্নার কিছু পদ্ধতি নিম্নে দেওয়া হলো। চলুন, জেনে নেওয়া যাক কাঁচা মরিচ ছাড়াও সুস্বাদু রান্না করা সম্ভব। 

মসলা ও সুগন্ধি

মরিচের গুঁড়ো : শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটি রান্নায় ঝালের স্বাদ যোগ করবে।

মিষ্টি মরিচ পাউডার : ঝাল না চাইলে পাপ্রিকা বা মিষ্টি মরিচ পাউডার ব্যবহার করতে পারেন।

মশলা মিশ্রণ : গরম মসলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, আদা, রসুন ইত্যাদি ব্যবহার করে রান্নার স্বাদ বাড়ানো যায়।

সুগন্ধি পাতা ও শাকসবজি

ধনেপাতা : ধনেপাতা কেটে রান্নার শেষে দিয়ে দিতে পারেন। এতে সুগন্ধ ও স্বাদ বাড়বে।

কারিপাতা : কারিপাতা দিয়ে রান্নায় ভিন্ন স্বাদ ও সুগন্ধ যুক্ত করতে পারেন।

মেথি পাতা : মেথি পাতা ব্যবহার করে রান্নায় ভিন্ন স্বাদ আনতে পারেন।

ফল ও অন্যান্য উপাদান

টমেটো : টমেটো ব্যবহার করে রান্নায় টক-মিষ্টি স্বাদ আনতে পারেন।

লেবুর রস : লেবুর রস দিয়ে খাবারে টক স্বাদ আনা যায়।

আনারস : কিছু কিছু রেসিপিতে আনারস ব্যবহার করে মিষ্টি স্বাদ যোগ করা যায়।

বিকল্প ঝালের উৎস

পেঁয়াজ ও রসুন : পেঁয়াজ ও রসুন দিয়ে রান্নায় মজাদার ঝাল স্বাদ আনা যায়।

আদা : আদার ব্যবহার রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়াতে সাহায্য করে।

সরিষা বাটা : সরিষা বাটা বা সরিষার তেল ব্যবহার করে ঝাল স্বাদ আনা যায়।

 এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ