শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭


সম্মানজনক বেতনে নামাজী হিসাবরক্ষক নিচ্ছে চায়না হাউস বিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্মানজনক বেতনে নামাজী হিসাবরক্ষক নিচ্ছে চায়না হাউস বিডি। বেতন ৩০ হাজার হতে ৪০ হাজার (আলোচনা সাপেক্ষে)।

কর্তৃপক্ষ জানিয়েছে, চাকুরীর বয়স ৬ মাস পূর্ণ হবার পর ঈদ বোনাস পাবে। রোজার ঈদে ব্যসিক স্যালারির ১০০% পাবে। কুরবানির ঈদের ব্যসিক স্যালারির ৫০% পাবে। এছাড়াও কোম্পানির পলিসি অনুযায়ি অন্যান্য সুযোগ-সুবিধা পাবে।

যোগ্যতা:

১। হিসাবরক্ষক (মাস্টার্স কমপ্লিট)।

২। ট্যালি সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা।

৩। ৫ বছরের অভিজ্ঞতা

৪। বয়স: ৩২-৪০ বছর

যে গুণগুলি থাকতে হবে

১। নামাজী

২। সত্যবাদী

৩। চরিত্রবান

যেভাবে আবেদন করবেন:

বিষয়: হিসাবরক্ষক কভারলেটারসহ আপডেট সিভি এই ঠিকানায় chbd861@gmail.com পাঠিয়ে

দিবেন। আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৪।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ :01408192861

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ