বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

প্রথম ফিরতি ফ্লাইটে চট্টগ্রামে ফিরলেন ৪১৩ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা থেকে হজের ফিরতি ফ্লাইট সপ্তাহখানেক আগে শুরু হলেও চট্টগ্রাম থেকে ফ্লাইট শুরু হলো আজ মঙ্গলবার (১৭ জুন)। এদিন সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১৩ জন হাজি অবতরণ করেন। 

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) কর্মকর্তারা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৩ মে চলতি বছর সৌদি আরবের উদ্দেশে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হয়। চট্টগ্রাম থেকে এ বছর মোট ৫ হাজার ১৮৮ হাজি হজ পালনের জন্য সৌদি আরবে যান। গত বছর গিয়েছিলেন ৮ হাজার। ২০২৩ সালে চট্টগ্রাম থেকে ১০ হাজার ও ২০২২ সালে ১২ হাজার হজ পালন করতে যান।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, চট্টগ্রাম থেকে এ বছর ৫ হাজার ১৮৮ হাজি হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। এদের মধ্যে ৪১৩ জনকে নিয়ে মঙ্গলবার সকাল ১০টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-১৩৬) বিমানবন্দরে অবতরণ করে। ধাপে ধাপে চট্টগ্রাম থেকে পবিত্র হজ পালন করতে যাওয়া অন্য হাজিরাও দেশে ফিরবেন। ফিরতি ফ্লাইটগুলো জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ