বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

‘তরুণদেরকে ইসলামি জীবনের দিকে আহ্বান করা বড় প্রয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহার তৃতীয় দিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা বাজারে অনুষ্ঠিত হলো রেডিয়েন্ট সার্কেলের ব্যতিক্রমী আয়োজন—‘ঈদ আড্ডা ও দ্বীনি আলাপন’। স্থানীয় দারুন নাজাত মাদরাসা প্রাঙ্গণে সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নেন রেডিয়েন্ট সার্কেলের সদস্যসহ বিভিন্ন এলাকার তরুণ ও যুবসমাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী ও শিক্ষা অনুরাগী ডা. শামসুল আরিফীন পলাশ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের শুরা সদস্য ও পরিচালক মুফতি উমর ফারুক আশিকী। তরুণ প্রজন্মের মাঝে দ্বীনের সঠিক দিশা ছড়িয়ে দেওয়া এবং গঠনমূলক জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রইদুল ইসলাম ও মুফতি আব্দুল্লাহ আল ফারুকী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হালসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর, ইঞ্জিনিয়ার সোহাগ হোসেন, শিক্ষক মাসুম আহম্মেদ, মুফতি নাজমুস সালিহীন, শিক্ষক বাশার হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন আরাফাত ও রেজা আহম্মেদ।

বক্তারা তরুণদের উদ্দেশে দায়িত্বশীলতা, নৈতিকতা ও আত্মশুদ্ধির আহ্বান জানান। তারা বলেন, বর্তমান সময়ে তরুণদেরকে গঠনমূলক চিন্তা ও দ্বীনি বোধসম্পন্ন জীবনের দিকে আহ্বান করাই সবচেয়ে বড় প্রয়োজন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রেডিয়েন্ট সার্কেলের সদস্য অর্ণ আল ইমতিয়াজ, তারিকুল ইসলাম, জুনায়েদ খাঁন, যুবরাজ, মুনঈম, সাব্বির, আব্দুর রহমান, হোসাইন, আবির, ইফাত, মুহিন, রাফিউলসহ অসংখ্য তরুণ। অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় জানান।

অনুষ্ঠানের অন্যতম চমক ছিল আমন্ত্রিত যুবকদের মাঝে ইসলামিক বার্তা সম্বলিত টি-শার্ট, প্রাসঙ্গিক বই ও খাবার বিতরণ। পাশাপাশি রেডিয়েন্ট সার্কেলের পক্ষ থেকে হালসা বাজার ও আশপাশের এলাকায় পথচারী ও অসহায়দের মাঝে পানীয় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রেডিয়েন্ট সার্কেল একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন, যা শিক্ষা, সেবা ও দাওয়াহ—এই তিনটি স্তম্ভকে কেন্দ্র করে পরিচালিত হয়ে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে দাওয়াহ প্রশিক্ষণ, ক্যাম্পেইন, ইসলামিক মাইন্ড সেশন, রিহ্যাব প্রোগ্রাম ও স্কলারদের মাধ্যমে কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করছে। তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে তারা ফিতনা বিরোধী উদ্যোগ, প্রতিভা বিকাশমূলক প্রোগ্রামসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

‘এসো দাওয়াতের আলো ছড়াই, সত্যের পথে জীবন সাজাই’—এই স্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানের শেষ পর্বে ডা. শামসুল আরিফীন পলাশ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন, যা উপস্থিত তরুণদের মাঝে আশাবাদ ও প্রেরণার সঞ্চার করে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ