শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১৭ ফিলিস্তিনি খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন মিটফোর্ড হত্যাকাণ্ডে দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার: জানাল র‍্যাব তীব্র গরমে হাতে তৈরি এয়ার কুলারই ভরসা আফগান ট্যাক্সিচালকদের ‘নতুন করে কাউকে ফ্যাসিবাদী হতে দেবো না’ — রিফাত রশিদ প্রশাসনিক ব্যর্থতায় আইনশৃঙ্খলার চরম অবনতি : যুবদল সভাপতি জুলাই গণ-অভ্যুত্থানে যুব আলেম ও ওলামাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে মানুষ পালানোর সুযোগও দেবে না, বিএনপিকে বৈষম্যবিরোধীর নেতা ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে বিএনপি: গয়েশ্বর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বাড়ছে দুর্ভোগ

শাপলা শহীদদের স্মরণে কনফারেন্স বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা শহীদদের স্মরণে কনফারেন্সের আয়োজন করেছে শাপলা স্মৃতি সংসদ। আজ শনিবার (২৪ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তন এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। ‘শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা’ শীর্ষক কনফারেন্স বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছেঅ।

আয়োজকরা জানান, ২০১৩ সালের শাপলা চত্বরে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে একটি তথ্যসমৃদ্ধ ডকুমেন্টারি নির্মাণ এবং একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হচ্ছে। কনফারেন্সে শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরবেন।

শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, শাপলা চত্বরের শহীদরা ইসলামি স্বার্থে জীবন উৎসর্গ করে যে গৌরবময় ইতিহাস রচনা করেছেন, তা চিরন্তন। এই চেতনা আমাদের আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আজকের কনফারেন্স শুধু একটি অনুষ্ঠান নয়, বরং শহীদদের স্মরণে আমাদের ঈমানি দায়িত্ব। দেশবাসীর দোয়া, অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।

আয়োজকদের সূত্রে জানা গেছে, কনফারেন্সে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদীসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ