রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

ওজন করে পশু ক্রয় করে কুরবানি দিলে সহিহ হবে ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রশ্ন: ওজন করে পশু ক্রয় করে কুরবানি করলে কি কুরবানি সহিহ হবে ?

বর্তমানে গরু ছাগল ওজন করে বিক্রির প্রবণতা দেখা দিয়েছে। এতে কিছু মাওলানা বলছেন যে, এভাবে ক্রয়বিক্রয় জায়েজ নেই। তাই ওজন করে ক্রয় করা পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না।

উত্তর: গরু ছাগল ওজন করে ক্রয়বিক্রয় করার দু’টি সূরত। যথা-

১. ওজন করে ওজনের মূল্য হিসেবে বিক্রি করা হয়। যেমন গরুটি একশত কেজি। সুতরাং একশত কেজি গোস্তের মূল্য প্রদান করে গরুটি ক্রয় করা হলো।

২. ওজন হিসেবে গরু বা ছাগলটির গোস্ত ক্রয় করা হয়নি। বরং এটার মূল্য নির্ধারণে একটি অনুমাণ করার জন্য গরুটি মাপা হয়েছে তথা ওজন দেয়া হয়েছে। ওজনের মাধ্যমে গরু বা ছাগলটির মূল্যমান অনুমান করে দরদাম ঠিক করে তা ক্রয় করা।

প্রথম সূরতে ক্রয়বিক্রয়টি জায়েজ হবে না। কারণ, এতে পণ্য এর পরিমাণ সুনির্দিষ্ট হচ্ছে না। অথচ সুনির্দিষ্ট মনে করে তা ক্রয় করা হচ্ছে। তাই এটি জায়েজ হবে না।

তাই এর দ্বারা কুরবানিও বিশুদ্ধ হবে না।

কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে ক্রয়বিক্রয় বিশুদ্ধ। তাই এমন ক্রয়কৃত পশু দিয়ে কুরবানি করাও বিশুদ্ধ হবে।

আর বর্তমানে যেহেতু এভাবে ওজন করে ক্রয় বিক্রয় করা প্রচলিত হয়ে গেছে। এছাড়া মূল্য নির্দিষ্ট করা উদ্দেশ্য হয় না, বরং মূল্য পরিমাণ অনুমান করা উদ্দেশ্য হয়ে থাকে। তাই এভাবে ওজন করে গরু ছাগল ইত্যাদি ক্রয় বিক্রয় করা জায়েজ আছে।

 (আহসানুল ফাতাওয়া-৬/৪৯৭, ঈযাহুল মাসায়েল-১৫৮, ফাতাওয়া কাসিমিয়া-১৯/৩৫৩, ফাতাওয়া উসমানী-৩/৯৯)


উত্তর প্রদানে:  মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ