যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছেন মুসলিম যুবক জোহরান মামদানি। নিউইয়র্কের মেয়র পদে এবার ডেমোক্র্যাটিক প্রার্থী এই ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক। জোহরান মামদানির পর এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলো ছড়াচ্ছেন আরেক মুসলিম রাজনীতিক ৬১ বছর বয়সি গাজালা হাশমি।
তিনি লড়ছেন ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নরের পদের জন্য। এই ডেমোক্র্যাট প্রার্থীর জন্ম ভারতের হায়দরাবাদে। তবে পাকিস্তান-আমেরিকানদের মধ্যেও বেশ জনপ্রিয় গাজালা হাশমি।
নিউইয়র্কের মেয়র-নির্বাচন নিয়ে আমেরিকান মুলুকে উত্তেজনা এখন তুঙ্গে। খবরের শিরোনামে ভারতীয়-বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি।
কিন্তু তার পাশাপাশি আরও এক ভারতীয় মুসলিম রাজনীতিকের নাম ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে আমেরিকার রাজনীতিতে। তিনি হলেন গাজালা হাশমি।
হাশমি ১৯৬৪ সালে ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৯ সালে তার চার বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন। তিনি জর্জিয়ার স্টেটসবোরোতে বেড়ে ওঠেন।
জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং এমোরি ইউনিভার্সিটি থেকে তিনি এমএ ও পিএইচডি করেন।
গাজালা হাশমি ২০১৯ সালে প্রথমবার ভার্জিনিয়া সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত হন এবং ২০২৩ সালে পুনরায় তিনি নির্বাচিত হন। ২০২০ সাল থেকে তিনি ভার্জিনিয়া রাজ্যের সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
হাশমি ২০২৫ সালে ভার্জিনিয়া লেফটেন্যান্ট গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী মনোনীত হয়েছেন।
নির্বাচিত হলে, তিনি এই পদে ভার্জিনিয়ায় রাজ্যের প্রথম এশিয়ান-আমেরিকান এবং মুসলিম নারী হবেন। এর আগে তিনি একজন শিক্ষিকা এবং একাডেমিক প্রশাসক হিসেবেও কাজ করেছেন।
এলএইস/