রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন ভৃত্য অ্যান্তোনিও গুতেরেসের আমলে তলানিতে গিয়ে ঠেকেছে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুলে পরিণত হয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার দোসরদের হয়ে গুপ্তচরগিরি করার অভিযোগও উঠেছে সংস্থাটি নামে।

এবার ইসরাইলের হয়ে গুপ্তচরগিরি করায় ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। চলতি সপ্তাহেই ১৫ জন বিদেশি সহ জাতিসংঘের ২০ জন কর্মীকে আটক করা হয়েছিল। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

ইসরাইল-হামাস লড়াইয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে হুথিরা। শুধু তাই নয়, গত দু’বছরে হামাস-ইসরাইল সঙ্ঘাতের সময়ে একাধিকবার লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার দোসরদের জাহাজে হামলা চালানোর পাশাপাশি ইসরাইলের মাটিতেও আক্রমণ চালিয়েছে। সেই হামলার বদলা নিতে ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছিল ইসরাইলি সেনা। গত অগস্টে ইসরাইলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।

দীর্ঘদিন ধরেই হুথি বিদ্রোহীরা আভিযোগ জানাচ্ছিল, বিভিন্ন কার্যক্রমের আড়ালে আসলে ইয়েমেনে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন জাতিসংঘের কর্মকর্তারা। গোপনে তথ্য সংগ্রহ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাতে তুলে দিচ্ছেন। আর সেই তথ্যের ভিত্তিতেই ইয়েমেনে হামলা চালিয়ে চলেছে ইসরাইলি সেনা।

শুক্রবার (২৪ অক্টোবর) হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ যদিও সেই সংখ্যা কত তা তিনি জানাতে রাজি হননি। জাতিসংঘের কর্মীদের আটকের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সউদী আরব।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ