শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের দেশ ও জাতির স্বার্থে সবধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বর তার বাবাসহ একটি গাড়িতে ছিলেন। তারা রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, আওন সাফি নামে ওই বরের সঙ্গে একই গাড়িতে যাচ্ছিলেন তার বাবা মাজেন সাফি। তারা রেন্টিস শহরের প্রবেশদ্বারে পৌঁছলে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকায় এবং তাদের আটক করে নিয়ে যায়। এ ছাড়া দখলদার সেনারা গাড়ির চাবিও নিয়ে যায়।

একটি সূত্র জানিয়েছে, ওই যুবকের পুরো পরিবার বিয়েবাড়িতে যাচ্ছিল। তখন বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী গতকাল পশ্চিম তীরের তুবাসের উত্তরে অবস্থিত আকাবা শহরে অভিযান চালায় এবং হেবরন ও তাল এলাকায় একাধিক ব্যক্তিকে আটক করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহে তারা দখলকৃত পশ্চিমতীর থেকে ৪৪ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে বলা হয়, পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এবং আটককৃত সবাই ইসরায়েলের তালিকাভুক্ত ব্যক্তি।

এদিকে দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ওয়াফা নিউজ জানিয়েছে, ১৮ বছর বয়সী মোহাম্মদ আহমেদ আবু হানিন শুক্রবার নাবলুসের আসকার শিবিরে ইসরায়েলি অভিযানের সময় আহত হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ