শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের দেশ ও জাতির স্বার্থে সবধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব বলে একেবারেই বিশ্বাস করে না ইরান। বুধবার পশ্চিম ইরানের চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসমাইল খাতিব বলেন, “আমাদের জাতীয় স্বার্থ রক্ষার দাবি করে যুক্তরাষ্ট্র যেকোনো আলোচনায় বসুক না কেন, আমরা তাতে কোনো আস্থা রাখি না।”

খাতিবের মতে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও, এর আড়ালে রয়েছে “ইরানি জাতির প্রতি গভীর ষড়যন্ত্র।”

তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন, ইসরায়েলি শাসনব্যবস্থা ও তাদের অন্যান্য শত্রুরা ইরানে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একযোগে ষড়যন্ত্র চালিয়েছে, বিশেষ করে জুন মাসে ওয়াশিংটন ও তেল আবিবের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে।

মন্ত্রী বলেন, এই উসকানিমূলক আগ্রাসনের আগে বহু বছর ধরে শত্রুরা প্রচারণার মাধ্যমে ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, বিশ্বজনমতকে ইরানের বিরুদ্ধে উস্কে দিয়েছে এবং জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চেয়েছে।

এই যুদ্ধে পশ্চিমা প্রযুক্তি ও যুদ্ধকৌশল ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ “হাইব্রিড অপারেশন” চালানোর চেষ্টা হয়েছিল বলেও তিনি জানান।

খাতিব বলেন, আগ্রাসনের আগে শত্রুরা যৌথ সামরিক মহড়া চালিয়েছে, বিপ্লববিরোধী উপাদানদের সংগঠিত করেছে, সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে পুনরুজ্জীবিত করেছে এবং বিশ্বমাধ্যমকে ব্যবহার করে ইরানফোবিয়া ও শিয়াফোবিয়া ছড়িয়েছে।

এমনকি তারা সিরিয়া ও আফগানিস্তান থেকে মুক্তিপ্রাপ্ত তাকফিরি (চরমপন্থী) সন্ত্রাসীদের ইরানের দিকে পাঠানোর পরিকল্পনাও করেছিল বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রে ৫০টিরও বেশি বিদেশি গোয়েন্দা সংস্থা অংশ নেয়।

খাতিবের মতে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যেভাবে গাজা ও লেবাননে আগ্রাসন চালিয়েছে, তা তাদের তথাকথিত “শক্তির মাধ্যমে শান্তি” নীতিকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করেছে।

তিনি বলেন, “এখন পুরো বিশ্ব বুঝে গেছে এই অপরাধীদের কাছে ‘শক্তির মাধ্যমে শান্তি’-এর প্রকৃত অর্থ কী—এটি আসলে ‘অপরাধের মাধ্যমে বশ্যতা’।

তবে খাতিব প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কৌশলগত নেতৃত্ব, ইরানের সশস্ত্র বাহিনীর সফল প্রতিরক্ষা ও পাল্টা অভিযান এবং দেশের সর্বস্তরের ঐক্যের—যার ফলে এই হাইব্রিড যুদ্ধ ব্যর্থ হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ