শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের দেশ ও জাতির স্বার্থে সবধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলকে নির্দেশ দিয়েছে । 

নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগে দেওয়া এ রায়ে আদালত বলছে, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। ইসরায়েল দখলদার গোষ্ঠীর মতো স্থানীয় জনগণের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারে না।  

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) মার্চ মাস থেকে কার্যক্রম চালাতে দিচ্ছে না ইসরায়েল। তবুও সংস্থাটি গাজায় স্বাস্থ্যকেন্দ্র, ভ্রাম্যমাণ চিকিৎসা ও স্যানিটেশন পরিষেবা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে শিশুদের শিক্ষার জন্য স্কুল-ক্লাস পরিচালনা কাজ চালিয়ে যাচ্ছে। সংস্থাটি বলছে, তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ছয় হাজার ট্রাক  অপেক্ষায় রয়েছে।

আইসিজে সভাপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, জাতিসংঘ ও ইউএনআরডব্লিউএ-সহ তার সংস্থাগুলোর ত্রাণ সরবরাহ করার অধিকার বা বাধ্যবাধকতা রাখে। ইসরায়েলের দায়িত্ব এ কাজে সহায়তা করা।

এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তারা বলছে, আদালতের এ সিদ্ধান্ত একপাক্ষিক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত বিবৃতিতে আদালতের মতামত প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, দেশটি আন্তর্জাতিক আইনের সব বাধ্যবাধকতা পুরোপুরি পালন করছে।

জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ'র ইঙ্গিত করে বলেছে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের সহায়তাকারী কোনো সংস্থার সঙ্গে ইসরায়েল সহযোগিতা করবে না।

সূত্র: এপি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ