হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আগের নির্ধারিত সময় অনুযায়ী রোববার (১২ অক্টোবর) হজযাত্রী প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হয়।
নির্ধারিত সময়ে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন।
এদিকে নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তাদের সম্মতি পাওয়ায় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।
প্রসঙ্গত, চাঁদ দেখাসাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এলএইস/