মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১১ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭


গাজা যুদ্ধবিরতি আলোচনায় মিসরে গিয়ে সড়কে প্রাণ গেল কাতারের ৩ কূটনীতিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি সপ্তাহের শুরুতে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে মিসরে গিয়ে কাতারের তিন কূটনীতিক নিহত হয়েছেন। তারা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন বলে জানিয়েছে মিসরে থাকা কাতারের দূতাবাস।

এক প্রতিবেদনে বলা হয়, রোববার এক্স বার্তায় মিসরে থাকা কাতারের দূতাবাস জানিয়েছে, মিসরের লোহিত সাগরের অবকাশ যাপনকারী শহর শারম আল-শেখের কাছাকাছি এক গাড়ি দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিন কর্মকর্তা নিহত হন।

দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং তাদের শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত এবং নিহতদের লাশ রোববারই দোহায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে দূতাবাস।

দুটি নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যমকে জানায়, শহর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি রাস্তার বাঁকের ওপর কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে কাতার, তুরস্ক এবং মিসরের কর্মকর্তারা শারম আল-শেখে পরোক্ষ আলোচনায় অংশ নেওয়ার কয়েক দিন পরেই এই দুর্ঘটনা ঘটে। ওই আলোচনার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি হয়।

চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে সোমবার মিসরীয় শহরটিতে একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন হতে যাচ্ছে।

সূত্র: রয়টার্স

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ