আরব লীগের শীর্ষ সম্মেলনে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধে কঠোর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বলেন, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ‘মানবতার নীতির লঙ্ঘন’, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
স্প্যানিশ প্রধানমন্ত্রী জানান, তার সরকার গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের হামলার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় পাওয়ার লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করার পরিকল্পনা করছে।
তিনি বলেন, “২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় বিপর্যস্ত মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত, লক্ষাধিক মানুষ আহত এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।”
সানচেজ আরও বলেন, “বিশ্ব নেতাদের উচিত আন্তর্জাতিক আইনকে কাজে লাগিয়ে ইসরায়েলের ওপর গণহত্যা বন্ধে আরও দৃঢ় চাপ সৃষ্টি করা।” তিনি উল্লেখ করেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করছে।
স্পেনের প্রধানমন্ত্রী জানান, তার দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উপস্থাপন করবে, যাতে গাজায় অবরোধ তুলে মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হবে।
এর আগে, ৭ মে স্প্যানিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, মাদ্রিদ গাজায় নিরীহ বেসামরিক নাগরিকদের রক্ষার লক্ষ্যে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে একটি খসড়া প্রস্তাব আনবে।
বাগদাদে শনিবারের বক্তব্যে সানচেজ আরও বলেন, “এই সংঘাতের একটি টেকসই রাজনৈতিক সমাধান এখন সময়ের দাবি। ইসরায়েল-ফিলিস্তিন সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন।” তিনি আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
এমএইচ/