শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘বাবরি মসজিদের’ আদলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার ভূমিকম্পে করণীয় নিয়ে ফায়ার সার্ভিসের ৮ নির্দেশনা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস: মানবতার হাতে হাত রাখা এক আলোকযাত্রা তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ কুষ্টিয়া–২ আসনে আরিফুজ্জামান আরিফের পক্ষে মোটরসাইকেল শোডাউন যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম রিকশাচালকদের জীবনযাত্রার মান উন্নয়নে আস-সুন্নাহর কর্মশালা শুরু ‘সুস্থ তারুণ্যই সামাজিক অবক্ষয় রোধ করতে পারে’ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

ইসরায়েলে হামলা: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দখলদার ইসরায়েলের ওপর হামলা করায় ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় লক্ষ্য করা হয়েছে দেশটির চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের কয়েকজন কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। এছাড়া তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সিরিয়ায় অবস্থিত কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালানোয় গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ১৬ জন ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যারা ইরানের ড্রোন কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত।

এছাড়া ইরানের খুজেস্তান স্টিল কোম্পানির কাছে স্টিলের পণ্য উৎপাদনের কাঁচামাল সরবরাহ করায় পাঁচটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিপ্লবী গার্ড এবং পূর্বেই নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করায় ইরানের অটোমেকার প্রতিষ্ঠান বাহমান গ্রুপের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান যেন প্রযুক্তিগত কোনো সুবিধা না পায় সেজন্য তাদের বাণিজ্য মন্ত্রণালয় নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে।

নতুন নিষেধাজ্ঞা আরোপের পর একটি বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এতে বলেছেন, “যারা হামলা চালাতে ইরানকে সহায়তা করেছে তাদেরকে পরিষ্কার করে বলছি: যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তায় বদ্ধপরিকর। আমরা আমাদের সেনা ও ওই অঞ্চল এবং আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য বদ্ধপরিকর। আপনাদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে আমরা কোনো ইতস্তত করব না।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ