মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭


লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার ( ২৭ মার্চ ) সকালে দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সূত্র জানায়, দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রামে ইসলামিক গ্রুপের জরুরি ও ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে ইসরাইলি সেনারা হামলা চালিয়েছে বলে ধরণা করা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার উত্তর-পূর্ব লেবাননের দুটি শহরের কাছে ইসরাইলি বিমান হামলায় তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছে, ইরান সমর্থিত এ গোষ্ঠীটি। এছাড়া ইসরাইলও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত গেল বছরের ৭ অক্টোবর থেকে হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর থেকেই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ বেড়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে ইরান-সমর্থিত এ গোষ্ঠীটির দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

এছাড়া বিভিন্ন সময়ে চালানো ইসরাইলি হামলায় লেবাননের প্রায় ৫০ জন বেসামরিকের প্রাণহানি হয়েছে। আর হিজবুল্লাহর হামলাতেও ইসরাইলি সামরিক বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং বেশ কয়েকজন বেসামরিক নিহত হয়েছেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ