শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


নভেম্বর থেকে জাহাজে ৫০টির বেশি হামলা চালিয়েছে হুতিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইয়েমেনের হুতি মিলিশিয়ারা গত বছরের শেষ দিকে হামলা শুরুর পর থেকে ইয়েমেনের উপকূলে চলাচলকারী বেসামরিক ও সামরিক জাহাজে কমপক্ষে ৫০ বার হামলা চালিয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ইরান সমর্থিত হুতিরা কয়েক মাস ধরে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালিয়ে আসছে। মার্কিন ও ব্রিটিশ বাহিনী বারবার হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালালেও তাদের থামানো যায়নি।

মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী সেলেস্ট ওয়াল্যান্ডার আইনপ্রণেতাদের বলেন, লোহিত সাগরে হুতিরা বাণিজ্যিক জাহাজ ও নৌযানের বিরুদ্ধে কমপক্ষে ৫০টি হামলা চালিয়েছে। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ চ্যানেলকে তারা প্রভাবিত করতে চায়।

হুতিরা নভেম্বরে এডেন উপসাগর এবং লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করে। তারা বলছে, এই অভিযানের উদ্দেশ্য গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করা।

তারা ইসরায়েলি, ব্রিটিশ ও আমেরিকান জাহাজের পাশাপাশি ইসরায়েলি বন্দরগামী জাহাজে আঘাত হানার অঙ্গীকার করেছে। এটা ইয়েমেনের উপকূলের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দিয়ে যান চলাচল বিঘ্নিত করেছে।

এনএ/


সম্পর্কিত খবর