সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় : মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন রাশেদ খাঁন মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ ‘দীনি শিক্ষাব্যবস্থায় গুণগত মানের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে’ আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই : মাসুদ সাঈদী এবার লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুনের হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ

অমুসলিম হয়েও রোজা রাখছেন যে ক্রিকেটার কোচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম নারী কোচ হয়ে ইতিহাস গড়েন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালেক্স হার্টলি। মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসের সহকারী স্পিন বোলিং কোচের দায়িত্ব পান তিনি।

প্রথম নারী কোচ হয়ে পিসিএলে দায়িত্ব পাওয়ার পরে এবার আরও এক কারণে সংবাদের শিরোনাম হলেন এই সাবেক ক্রিকেটার। ৩০ বছর বয়সী হার্টলি অমুসলিম হয়েও দলের অন্যদের সঙ্গে রোজা রাখছেন।

বিবিসি ফাইভ লাইভ স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে হার্টলি জানালেন, ‘এখন রমজান চলছে আর ছেলেরাও রোজা রাখছে। আমি বুঝতে চেয়েছি রোজা রেখে খেলতে কেমন লাগে ওদের। তাই মনে হয়েছে এজন্য আদর্শ পথ নিজে রোজা রাখা। তাই ওদের সঙ্গে রোজা রাখছি আমিও।’

ইসলাম ধর্মে রোজা অবস্থায় সুবেহ সাদেক থেকে মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। আছে আরও কিছু বিধিনিষেধ। সবকিছু জানা নেই হার্টলির। তবে এত লম্বা সময় কিছু না খাওয়ার অভিজ্ঞতা নিয়ে জানালেন, ‘আমি মাত্রই কয়েকটা খেজুর আর সালাদ খেয়ে ইফতার করলাম। আমরা শুধু ভোর ৪টা পর্যন্তই খেতে পারি, এরপর আর কিছু খাওয়া যায় না পরদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত। এটা কঠিন, খুব কঠিন।’

তিনি আরও বলেন,‘আমি ভোর চারটায় ঘুমাই (সাহরি খেয়ে), ম্যাচ যেহেতু রাত ৯টায়-তাই দিনে ঘুমাই অনেকটা সময়।’

হার্টলি ইংল্যান্ডের হয়ে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ২৮ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। জিতেছেন ২০১৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুলতান সুলতানস দলে হার্টলির সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার ক্যাথরিন ডেলটনকে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ