সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিক্ষক মানবতার নির্মাতা ও সমাজগঠনের দিশারী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ বলায় মুসলিমদের ওপর বুলডোজার অভিযান জামায়াতের কথার সঙ্গে কাজের মিল নেই : রুমিন ফারহানা লাগাতার অগ্নিকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট  ষড়যন্ত্র: মাওলানা ইমতিয়াজ আলম ভারতীয় সংস্থাগুলোর যেভাবে কাশ্মীরীদের সম্পত্তি দখল করছে গণভোট আয়োজনে সরকারের গড়িমসি উদ্বেগজনক: জামায়াত বিহার নির্বাচনে মাঠে ৩৬ মুসলিম প্রার্থী আফগানিস্তান যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্ব লঙ্ঘন করলে নীরব থাকবো না

ইয়েমেনে ফের মার্কিন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের উপর চতুর্থ দফা হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

স্থানীয় সময় বুধবার রাতে পেন্টাগন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে হুথিদের ওপর চতুর্থবারের মতো হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। 

মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে জাহাজে হামলার উদ্দেশ্যে তাক করা ১৪টি হুথি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা।

মার্কিনে নিযুক্ত মধ্যপ্রাচ্য কমান্ড সেন্টকম বলেছে, মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে ছোঁড়া টমাহক ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের 'বৈশ্বিক সন্ত্রাসী' হিসেবে ঘোষণা দিয়ে এই হামলা চালায়।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, মার্কিন অঞ্চলে বাণিজ্যিক জাহাজে জঙ্গিদের চলমান হামলার প্রতিক্রিয়া হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হুথিরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জবাব হিসেবে গত বছরের নভেম্বরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। তারপর বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলকারী নৌপথ লোহিত সাগরের বাণিজ্যিক ট্যাঙ্কারগুলিতে কয়েক ডজন হামলা চালায় তারা।

প্রতিক্রিয়া হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ১১ জানুয়ারি কয়েক ডজন হুথি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা শুরু করে। আক্রমণ বন্ধ করার জন্য হুথি বাহিনীকে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর হামলাগুলো শুরু হয়। অস্ট্রেলিয়া, বাহরাইন, নেদারল্যান্ডস এবং কানাডা এই হামলাকে সমর্থন জানিয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ