বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ।। ২৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
১৮ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি ৩০ ফুট গভীরে আটকে পড়া সেই শিশু আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে হবে: পীর সাহেব চরমোনাই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন কনফারেন্স ও সিরাহ প্রদর্শনী চব্বিশের বিপ্লবের ফসল ঘরে তুলবই: ইবনে শাইখুল হাদিস জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে: পীর সাহেব চরমোনাই ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললেন সাবেক ভারতীয় কূটনীতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং তার জোটসঙ্গী জামায়াতে ইসলামী নির্বাচন বর্জন করা কিংবা ভোটারদের নিম্ন উপস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের বিজয় এবং সরকার গঠনের বৈধতা বাতিল হয় না বলে মনে করেন বাংলাদেশের সাবেক ভারতীয় রাষ্ট্রদূত বীনা সিক্রি।

২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন বীনা সিক্রি। বর্তমানে তিনি নয়াদিল্লিভিত্তিক থিংকট্যাংক সংস্থা সাউথ এশিয়া উইমেন’স নেটওয়ার্কের (সাওয়ান) প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন।

রোববার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন। সেই নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রুশ সংবাদমাধ্যম আরটি নিউজকে সদ্য সমাপ্ত এই নির্বাচন নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন বীনা সিক্রি। সেখানে তাকে জানানো হয়, বিএনপি ও জামায়াত এই নির্বাচন বর্জন করেছে এবং গত নির্বাচনের তুলনায় এবার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতিও ছিল কম। এ ব্যাপারে তার মন্তব্য জানতে চাওয়া হলে বীনা বলেন, ‘কম ভোটার উপস্থিতি মানেই বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক দলের প্রতি অসন্তুষ্ট— এমন মনে করা জরুরি নয়; কারণ (বাংলাদেশে) ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতির সঙ্গে বিএনপি এবং জামায়াত সংক্রান্ত উদ্বেগের ব্যাপারটিও যুক্ত। এই দু’টি দলের বিরুদ্ধে অতীতে নির্বাচনের আগে ও পরে সন্ত্রাস-সহিংসতা, হত্যা, সংঘাত, অগ্নিসংযোগের মতো অপরাধে সংশ্লিষ্টতার রেকর্ড রয়েছে।’

বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, রোববার দেশের মোট ভোটারের ৪১ দশমিক ৮ শতাংশ ভোট দিয়েছেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন ৮০ শতাংশ ভোটার। সেই নির্বাচনে অবশ্য বিএনপি অংশ নিয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ