শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

‘গাজায় ইসরাইলের স্থল অভিযানের বর্তমান পর্যায় জানুয়ারির মধ্যে শেষ হতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মার্কিন একাধিক সিনিয়র কর্মকর্তা বলেছেন, গাজায় ইসরাইলের স্থল অভিযানের বর্তমান পর্যায় জানুয়ারির মধ্যে শেষ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সতর্ক করেছে, তারা যেন উত্তর গাজায় যে ধ্বংসাত্মক কৌশল অবলম্বন করেছে, তার যেন দ্বিরুক্তি না করে। এছাড়া বেসামরিক হতাহতের সংখ্যাও সীমিত করার তাকিদ দিয়েছে।

সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে এও জানিয়েছে যে ইসরাইলের স্থল অভিযানে হাজার হাজার বেসামরিক নাগরিক মারা যাওয়ার কারণে তাদের পক্ষে বৈশ্বিক সমর্থন কমে যাচ্ছে। এখনো সময় আছে, বৈশ্বিক সমর্থন বজায় রাখার। সেজন্য আন্তর্জাতিক যুদ্ধনীতি মেনে চলতে হবে। অন্যথায় সময় তো খুব দ্রুত শেষ হয়ে পাচ্ছে।

খুব সম্ভবত এখন পর্যন্ত সরসরি এ বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। তিনি বলেন, ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন আলোচনাযোগ্য নয়। তবে এটা ঠিক যে বেসামরিক মৃত্যু রোধ না করলে ইসরাইলের কৌশলগত জয় ঝুঁকির মুখে পড়তে পারে।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ