বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ

গাজায় মুখোমুখি সংঘাত, অসংখ্য ট্যাংক ধ্বংসের দাবি হামাসের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজার রাস্তায় রাস্তায় মুখোমুখি লড়াই শরু হয়েছে। ইসরায়েলি ট্যাংক এখন গাজা শহরে ঢুকে পড়েছে। অপরদিকে অসংখ্য ট্যাংক ধ্বংসের দাবি করেছে হামাস।

আল জাজিরার প্রতিনিধি সাফওয়াত কাহলুত বলেন, ‘ইসরায়েলি ট্যাংক এখন গাজা শহরের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করার পর প্রথমবারের মতো গাজা শহরের আবাসিক এলাকায় প্রবেশ করেছে।’

তিনি বলেছেন, তারা উত্তর গাজা স্ট্রিপের বেইত লাহিয়া গ্রাম অতিক্রম করেছে এবং এখন গাজা শহরের একটি প্রধান সড়ক যাকে আল-নাসর স্ট্রিট বলা হয় - সেখানে অবস্থান করছে।

সাফওয়াত কাহলুত বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা আমাদের বলেছেন যে গাজা শহরের প্রান্তে বা উপকণ্ঠে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে।’

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজায় ভয়াবহ যুদ্ধ হচ্ছে। সেখানে রাস্তায় রাস্তায় মুখোমুখি লড়াই শরু হয়েছে। 

অপরদিকে হামাস দাবি করেছে যে ইসরায়েলি ট্যাংকগুলো তাদের ফাঁদে আটকে পড়ছে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে। তাদের ট্যাংক ধ্বংস করা হয়েছে। 


হামাস বারবার দাবি করেছে যে তারা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা করেছে।

ইসরায়েলি গণমাধ্যম ইয়েডিওথের মতে, গাজায় একাধিক ফ্রন্টে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘাতের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করে না। এর পরিবর্তে তারা গণমাধ্যমের ওপর বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করেছে। 

সূত্র : আল-জাজিরা, মিডল ইস্ট আই

এনএ/

 

ঢা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ