সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজকের দিনটি বাংলাদেশিদের জন্য প্রেরণার : তারেক রহমান ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের শোক ডিজিটাল বিভাগে লোকবল নেবে ঢাকা মেইল আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর শোক নির্বাচনে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা উপাচার্যকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ‘কঠোর আন্দোলন’: বাকৃবি শিক্ষার্থীরা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র ইসরায়েলের! আরো ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনি হওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রে শিশু খুন!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইজরায়েল-হামাস সংঘাতের প্রভাব পড়ল আমেরিকায়। সে দেশে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ বছরের এক শিশুকে ২৬ বার কুপিয়ে খুন করেছে ৭১ বছরের এক বৃদ্ধ। অভিযুক্তের হাতে ছুরিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মহিলা নিহত শিশুটির মা।

এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, দেশে হিংসার কোনও স্থান নেই। এই ধরনের ঘটনা আমাদের মৌলিক মূল্যবোধের বিরোধী।

আমেরিকার ইলিনয় প্রদেশের শেরিফ অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত বৃদ্ধের বাড়িতে নিহত শিশুটিকে নিয়ে ভাড়া থাকতেন আহত মহিলা। প্রাথমিক তদন্তের পর মূল অভিযুক্ত, ৭১ বছর বয়সি জোসেফ জুবা এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শিশুটিকে কোপাতে শুরু করার পর, মহিলা কোন রকমে পুলিশের জরুরি নম্বরে ফোন করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে, একটি চেয়ারে বসে রয়েছেন খুনে অভিযুক্ত বৃদ্ধ।

মহিলার অভিযোগ, তার এবং ওই শিশুর ধর্মীয় পরিচয়ের কথা উল্লেখ করে অভিযুক্ত বলেন, “তোমাদের মরাই উচিত।”

ঘটনার বীভৎসতার উল্লেখ করে পুলিশ জানায়, ময়নাতদন্তে শিশুটির গোপনাঙ্গ থেকে সাত ইঞ্চির একটি ব্লেড উদ্ধার করেছেন চিকিৎসকেরা।

মূলত হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনিকে সমর্থন করায় এ হামলার শিকার হয়েছেন।

সূত্র: পার্সটুডে

এনএ-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ