বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

‘বেকারত্বকে ভয় পেলে চলবে না, উদ্যোক্তা হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদকসেবীদের ভালোবাসা দিয়ে সুপথে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সিপাল ও সাংবাদিক হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেছেন, বেকারত্বকে ভয় পেলে চলবে না। নিজেদের উদ্যোক্তা হতে হবে। ছোট থেকে শুরু করতে হবে।

তিনি বলেন, শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ মাদকের বিরুদ্ধে কাজ করছে। বেকারত্ব দূরীকরণে কাজ করছে। শায়েস্তাগঞ্জবাসী এ সংগঠন নিয়ে গর্ব করতে পারে।

রোববার (৭ ডিসেম্বর) রাতে রেলওয়ে পার্কিং ময়দানে শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদের উদ্যোগে ‘মাদক ও বেকারত্ব দূরীকরণে ইসলামের দিকনির্দেশনা’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী রুস্তম বলেন, বেকারত্ব দূর করার দায়িত্ব সরকারের। আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে পারিনি বলে তা সম্ভব হচ্ছে না। তাই আমাদের ব্যক্তি উদ্যোগে বেকারত্ব দূরীকরণে উদযোগ গ্রহণ করতে হবে।

হাফিজ মাওলানা জিয়াউল হক চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা তাজুল ইসলাম মোতালিব ও মাওলানা কবি আলী হুসাইন ইমনের পরিচালনায় আরো বক্তব্য দেন, মুফতি রফিক বিন বদরুল হুদা, আব্দুল আজিজ, ফজলু মিয়া ফজল, হাফিজ নূরুল আমীন, মাওলানা নিজামুদ্দিন মিসবাহ, অধ্যাপক ফিরুজুল ইসলাম, মাওলানা মাহবুব মোস্তফা, মাওলানা লুৎফুর রহমান আবিদ, মাওলানা মাসুক আহমদ, হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা শাহিন আলম, মাওলানা শামসুল ইসলাম, বিলাল মিয়া, আলী ইউনুস, সাইফুর রহমান, তারেকুল ইসলাম প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ