|| হাসান আল মাহমুদ ||
রমজানে রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসা-মসজিদে ইতিকাফ করবেন জানেশীনে ফিদায়ে মিল্লাত, কায়েদে মিল্লাত আওলাদে রাসূল হযরত মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
আগামী ২ মার্চ (২০২৫) ১লা রমজানে তিনি বাংলাদেশে আগমন করবেন এবং আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মাদরাসা-মসজিদে ৫ দিন ইতেকাফ করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আফতাবনগর মাদরাসার মুহতামিম দেশের বরেণ্য আলেম মুফতি মোহাম্মদ আলী।
তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারের রমজানেও খানকায়ে মাহমুদ মাদানীর আয়োজনে ইনশাআল্লাহ আমাদের মাদরাসা-মসজিদে নফল ইতিকাফ অনুষ্ঠিত হবে। এতে বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জানেশীনে ফেদায়ে মিল্লাত, কায়েদে মিল্লাত, আওলাদে রাসূল, সায়্যিদ মাহমূদ আসআদ মাদানী (সদস্য, মজলিসে শূরা দারুল উলুম দেওবন্দ ও সদর, জমিয়তে উলামায়ে হিন্দ, ভারত) ই'তেকাফ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং এ ইতিকাফে তিনি পাঁচ দিন উপস্থিত থেকে ইসলাহী সকল কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়াও এই পাঁচ দিনের নফল ইতেকাফে দেশ বিদেশের বরেণ্য উলামা মাশায়েখগণও উপস্থিত থাকবেন বলে জানান এই মুহতামিম।
এই ইতিকাফের গুরুত্ব প্রসঙ্গে মুফতি মোহাম্মদ আলী বলেন, বর্তমান ফেতনা ফাসাদের যুগে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। আর আত্মশুদ্ধি হাসিলের জন্য আল্লাহওয়ালাদের সাহচর্য ও সোহবত অতি প্রয়োজন। তাই পবিত্র রমজান মাসের বরকতময় দিনে আওলাদে রাসূলের সোহবতে থেকে আত্মশুদ্ধি অর্জন ও নিজেকে আল্লাহওয়ালা বানানোর ক্ষেত্রে এই ইতিকাফ বিরাট এক সুযোগ।
এসময় তিনি ইতিকাফে শরীক হয়ে আওলাদে রাসূলের সাহচর্যে থেকে ঈমান, আমল ও রুহানী উন্নতি হাসিলের জন্য সকলকে আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, ইতিকাফে আগ্রহীগণ নিবন্ধনের জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
- মাওলানা ইলিয়াস কাসেমী 01590-050821
- মাওলানা মাহমুদুল হাসান: 01405-881044
যাতায়াত: ঢাকার যে কোনো স্থান থেকে রামপুরা ব্রীজ নেমে জহুরুল ইসলাম সিটির গেইট থেকে পূর্ব দিকে অথবা বনশ্রী মেরাদিয়া নেমে এম ব্লক আফতাবনগর মাদরাসা। প্লট-২২, রোড-০৯, ব্লক-এম, সেক্টর-০২, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা।
হাআমা/
 
                              
                           
                              
                           
                         
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                        _medium_1760017949.jpg) 
                              _medium_1759926783.jpg) 
                              _medium_1759816321.jpg) 
                              