শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ।। ২৭ আশ্বিন ১৪৩১ ।। ৯ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ মাজার ও ধর্ম ব্যবসা সমাচার ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নিহত ইমাম খুলনায় বিদ্যুতের মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহার দাবি ‘দ্বীনের জন্য ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধের বিকল্প নেই’ এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ‘নবগঠিত প্রতিটি কমিশনে ৯২ ভাগ মুসলমানের স্বার্থ দেখার দায়িত্ব উলামায়ে কেরামের’ কর অব্যাহতি পেল গ্রামীণ ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন দুই শতাধিক মুরব্বি আলেমের উপস্থিতিতে অনুষ্ঠিত বেফাকের মজলিসে আমেলার বৈঠক

ইফতা, আদব, মাদানী নেসাব- ১ম ও ২য় বর্ষে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়া শায়খ জামিল আহমদ রহ. ঢাকা (শায়খ জামিল মাদরাসা)

নির্দেশনায়- দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও আশরাফুল হেদায়ার মুসান্নিফ আল্লামা জামিল আহমদ রহ. এর নামে প্রতিষ্ঠিত ‘জামিয়া শায়খ জামিল আহমাদ ঢাকা’ মাদরাসা। প্রতিষ্ঠা করেছেন মাওলানা জামিল আহমাদ রহমাতুল্লাহ আলাইহির স্নেহভাজন ও খাস শাগরেদ ও উত্তর-পূর্ব ভারতের আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান রহ. এর খলীফা বিশিষ্ট  দায়ী ও গবেষক মুফতি আবুল কাসেম মুহাম্মদ তাজুল ইসলাম।

উপদেষ্টা পরিষদ- মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে দারুল উলুম দেওবন্দের সকল নিয়ম-নীতি মেনে ও দারুল উলুম দেওবন্দের উস্তদাদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিশেষত  দেওবন্দের উস্তাদুত তাফসীর মাওলানা নাসীম বারাবানকী, দেওবন্দের সাবেক নাজিমে তালীমাত মুফতী ইউসুফ তাওলভী, দেওবন্দের খতমে নবুওয়াত বিভাগের জিম্মাদরা মাওলানা শাহ আলম গৌরখপুরী, ভারতের ফকীহুল আসর মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানীর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।  উত্তর -পূর্ব ভারতের আমিরে শরিয়ত আল্লামা ইউসুফ আলী, ও মাওলানা আতাউর রহমান আসাম ভারত ।

জ্ঞাতব্য- জামিয়া শায়খ জামিল আহমাদ রহ. ঢাকায় (শায়খ জামিল মাদরাসা) এ পর্যন্ত দেওবন্দসহ বিশ্বের অনেক খ্যাতিমান আলেম ওলামা তাশরীফ এনে প্রতিষ্ঠান অলংকৃত করেছেন বলে জানিয়েছেন মাদরাসা পরিচালক মুফতি আবুল কাসেম মুহাম্মদ তাজুল ইসলাম। মাদরাসাটি প্রতিষ্ঠা করার পর থেকেই দেশব্যাপী কওমী অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

*যেসব বিভাগে ভর্তি ১লা রমজান থেকে।

আদব বিভাগ
মাদানী নেসাব
(১ম বর্ষে-উর্দূ, তাইসির, মিজান। ২য় বর্ষে - নাহবেমীর বেফাক পরিক্ষার অন্তর্ভুক্ত)

*৫ ই শাওয়াল থেকে যে সব বিভাগে ভর্তি চলবে।
ইফতা বিভাগ
(৫ই শাওয়াল থেকে কোটা পূরণ পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব লিখিত পরীক্ষা।)

এককালীন যা দিতে হবে-
ভর্তি-৩৫০০/-
আলমারী =৫০০/=টাকা।

মাসিক প্রদেয়-
সাধারণ খাবার ৩০০০/-
স্পেশাল খাবার ‌৬০০০/-
মাসিক বেতন ৭০০/-

বি. দ্র. এতিম,গরিব, অসহায়, দরিদ্রও যাকাত খাওয়ারযোগ্য হলে খাবারের টাকা কমানো ‌হয়।

মাদরাসার বৈশিষ্ট্য:
*দারুল উলূম দেওবন্দের শিক্ষা কারিকুল্যামে দেশ-বিদেশের স্বনামধন্য উস্তাদের তত্ত্বাবধানে, পৃষ্ঠপোষকতা, দোয়া ও সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত।
* দেওবন্দ, মারকাযুদ দাওয়াহ , মালিবাগের ফুযালাদের মাধ্যমে নিয়মিত দরস প্রদানের সু-ব্যবস্থা।
* ইলমী যোগ্যতার সাথে আদর্শবান, বা আমল একজন দরদী দাঈ হিসাবে গড়ে তোলার ফিকির করা।
* ইলমী বাহাস, মুনাজারা,মাকালা লেখা ও সহজ ভাষায় উপস্থাপনের প্রশিক্ষণ।
*আরবী কিতাব পড়া, কথা বলা, বোঝা ও সরাসরি আরবী কিতাব থেকে তথ্য সংগ্রহের যোগ্যতা অর্জন।
*দূর্লভ কিতাবের বৃহৎ কুতুবখানা।
*মেধাবী মেহনতী , দরিদ্র -অস্বচ্ছল ছাত্রদের জন্য বিশেষ বিবেচনার রয়েছে।

বিশেষ দ্রষ্টব্য-
* উভয় বিভাগের আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।
* ভর্তির সময় নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে-

১. মেশকাত জামাতের সনদপত্র, নম্বরপত্র ও দাওরায়ে হাদীসের ২য় সাময়িক পরীক্ষার নম্বরপত্র।
২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি।
৩. স্থানীয় জনপ্রতিনিধির (চেয়ারম্যান, কাউন্সিলর প্রমুখ) প্রশংসাপত্র।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ।
৫. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।

বিনীত-
মুফতি আবুল কাসেম মুহাম্মাদ তাজুল ইসলাম
প্রতিষ্টাতা মুহতামিম, জামিয়া শায়খ জামিল আহমদ ঢাকা।(শায়খ জামিল মাদরাসা পলাশনগর, মিরপুর-১১)
যোগাযোগঃ 01976919780 (Whatsapp)

তথ্য জানতে :01616919780

মাদরাসার ফেইসবুক পেইজ: https://www.facebook.com/jamiashaikhjamlahmd/

যাতায়াত: ঢাকার যে কোন স্থান থেকে মিরপুর-১০/১১/১৩/কালশী এসে রিক্সা যোগে পলাশনগর  বেলতলা।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ