বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


শ্রমিকরা জানেন না মে দিবস কী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১ মে দিনটা শ্রমিকদের। সারাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস। কিন্তু ইটভাটার ও কামার শিল্পী শ্রমিকরা জানেন না মে দিবসের ইতিহাস ও তাৎপর্য।

সংসারের ভরণ-পোষণ জোগাতে আগুনের উত্তাপ ও প্রখর রোদের মধ্যে কাজ করছেন শ্রমজীবীরা। সকাল পেরিয়ে দুপুরের খরতাপে মাথা থেকে কপাল চুইয়ে মুখ গড়িয়ে পড়ছে ঘাম। সারা শরীর জবজবে ভেজা। জীর্ণ-শীর্ণ শরীরটা দেখলেই বুঝা যায় কেমন খাটুনি খাটতে হয় এই মানুষগুলোকে। এই মানুষগুলো জানেন না মে দিবস কী, মে দিবসের ছুটির কথা শুনে তারা শুধু হাসছেন, সমাজের অনেকে হাসতে না জানলেও খেটে খাওয়া এ শ্রমিকরা প্রাণ খুলে হাসতে জানেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর ইট ভাটায় ও দোলাবাড়ি কামার পাড়ায় গিয়ে শ্রমিকদের কর্মযজ্ঞের এমন চিত্রই দেখা গেল।

আলাপে তারা জানালেন, মে দিবস কী আমাদের জানা নেই, মে দিবস জেনেও কোনো লাভ নেই, রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমাদের কাজে আসতেই হবে, কাজে না এলে সংসার চলবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ