সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭


ছাত্র আন্দোলনকে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার তাগিদ পীর সাহেব চরমোনাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীর বাংলাদেশ গড়তে ইসলামী ছাত্র আন্দোলনকে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার তাগিদ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির বার্ষিক পরিকল্পনা বৈঠক ও দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন। 

পীর সাহেব চরমোনাই বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব ছাত্র আন্দোলনকেই নিতে হবে। তিনি বলেন, এদেশের ছাত্রসমাজের মাধ্যমেই সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যেসব পরিবর্তন সাধিত হয়েছে, সেই পরিবর্তনকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। 

পীর সাহেব চরমোনাই আরও বলেন, গত ৫৪ বছরে এদেশের কিছু ক্ষমতালোভী গোষ্ঠী ছাত্রসমাজকে বলি দিয়েছে। তারা ছাত্রদের মনন ও বিকাশকে ধ্বংস করেছে, চারিত্রিক অধঃপতন ঘটিয়েছে এবং শিক্ষাঙ্গনগুলোকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে।  

তিনি আরও বলেন, ঘুনে ধরা সমাজ পরিবর্তনের লক্ষ্যে রুহানিয়াত ও জিহাদের সমন্বীত প্রয়াসের মাধ্যমে আদর্শবান ছাত্রসমাজ গড়ে তুলেই দেশকে আদর্শিকভাবে পরিবর্তন করতে হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, কেন্দ্রীয় সহ-সভাপতি খাইরুল আহসান মারজান, হুসাইন ইবনে সরোয়ার,ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম,  দফতর ও যোগাযোগ সম্পাদক আশিক মাদবর, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক

উবাইদুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহিম নাসরুল্লাহ, আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুল আজিজ নোমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তুহিন মালিক, কওমি মাদরাসা সম্পাদক সাঈদ আবরার, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মাঈনুদ্দীন খাঁন সিফাত, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য-১ বি এম মাহদী আল হাসান , কার্যনির্বাহী সদস্য-২ সোহরাব হোসেন ফজলে, কার্যনির্বাহী সদস্য-৩  তানভীর আহমেদ শোভন,  প্রমূখ নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ