শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


মঙ্গলবার তিন জেলায় ৫টি গণসমাবেশে বক্তব্য দেবেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে নরসিংদী, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে পাঁচটি গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সোমবার (২৪ নভেম্বর) দলের প্রচার সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গণসমাবেশগুলোর সময় উল্লেখ করে বলা হয়-

১. নরসিংদী-৩ নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার উদ্যোগে সকাল নয়টা থেকে শিবপুর সরকারি কলেজ মাঠে।

২. কিশোরগঞ্জ-২ নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে সকাল নয়টা থেকে কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

৩. কিশোরগঞ্জ-১ নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে দুপুর বারোটা থেকে হোসেনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

৪. ময়মনসিংহ-৯ নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে বাদ জোহর থেকে নান্দাইল চন্ডিপাশা হাইস্কুল মাঠে।

৫. ময়মনসিংহ-৪ নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা শাখার উদ্যোগে বাদ আসর থেকে ঐতিহাসিক রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ