শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারায় জাতীয় স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারআজ গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে বলেন—“চট্টগ্রাম সমুদ্রবন্দর কেবল একটি বাণিজ্যিক স্থাপনা নয়; এটি বাংলাদেশের অর্থনৈতিক, কৌশলগত ও সার্বভৌম নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এ বন্দরকে কোনো বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী, আত্মনির্ভরশীলতা বিরোধী ও জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।”

নেতৃদ্বয় আরও বলেন, যে কোনো জাতীয় সম্পদ পরিচালনার ক্ষেত্রে দেশের দক্ষ জনবল, অভ্যন্তরীণ প্রতিষ্ঠান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া উচিত। বিদেশি নিয়ন্ত্রণের আওতায় এ বন্দর গেলে অর্থনৈতিক তথ্য ফাঁস, কৌশলগত হস্তক্ষেপ ও জাতীয় নির্ভরতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

তাঁরা সরকারকে সিদ্ধান্ত বাতিলের  আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম বন্দর যেন কোনোভাবেই বিদেশি নিয়ন্ত্রণে না যায়—এটি জাতির নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। আমরা দেশের সচেতন নাগরিক, রাজনৈতিক দল ও জাতীয় প্রতিষ্ঠানসমূহকে আহ্বান জানাই—এই ষড়যন্ত্রমূলক চুক্তির বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তুলুন।”

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ