বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭


বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন,
গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা (৪৮) ও তার সাত সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোররাতে বরমী ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যৌথবাহিনীর অভিযানে এনামুল হকের বাড়ি থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান এবং একটি ছুরি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে এনামুল হক মোল্লা, তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ আহমেদ জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত আড়াইটা থেকে ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। প্রথমে এনামুল হককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আরও সাতজন সহযোগীকে আটক করা হয়।”

স্থানীয়দের বরাতে জানা গেছে, এনামুল হক মোল্লা এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্ন অপকর্মের জন্য দীর্ঘদিন ধরে আলোচিত ছিলেন। তার নামে একাধিক মামলা থাকায় তিনি ২০১৭ সালে নাম পরিবর্তন করে ‘আবদুল্লাহ আল মামুন’ পরিচয়ে সৌদি আরবে চলে যান। সাত বছর পর, ২০২৪ সালের আগস্টে তিনি দেশে ফিরে আসেন এবং হেলিকপ্টারযোগে গ্রামের বাড়িতে প্রবেশ করেন।

দেশে ফিরে তিনি নিজেকে ‘মক্কা মিসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি’ পরিচয়ে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন এবং গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের অংশবিশেষ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই জুনায়েদ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ