শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২২ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের জামায়াতে ইসলামী ঈমানের বড় ডাকাত: হেফাজত আমির ফের বাংলাদেশ সফরে পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা ইলিয়াস গুম্মান ১০-২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয়: আসিফ মাহমুদ সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওঃ ইউনুছ আহমদ ফরিদপুরের ঐতিহ্যবাহী পুরুরা মাদ্রাসায় বার্ষিক মাহফিল ২৬ নভেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের জন্য সুপারিশ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা সরকারি ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে নতুন ছুটি পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬

বিএনপির এক প্রার্থীর মনোনয়ন স্থগিত, জানা গেল যে কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর-১ আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। তবে মাত্র এক দিনের মাথায় তার মনোনয়ন স্থগিত করেছে দলটি। রাজধানীর অভিজাত ফ্যাশন হাউজ ভাসাবির মালিকের মনোনয়ন স্থগিত নিয়ে চলছে নানা আলোচনা।

জানা গেছে, কামাল জামান নুরুদ্দিন মোল্লার সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এবং ফ্যাসিস্ট আখ্যা পাওয়া দলটির শীর্ষ নেতা ও মন্ত্রীদের ওঠাবসা ছিল। এছাড়া পুলিশের মহাবিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের সঙ্গেও তার সখ্যতা ছিল চোখে পড়ার মতো।

মনোনয়ন ঘোষণার পর এরইমধ্যে কামাল জামান নুরুদ্দিন মোল্লার সঙ্গে বেনজীরের একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই সেটি ভাইরাল। ওই ছবিতে দেখা যায়, আওয়ামী-ঘনিষ্ঠ সাবেক আইজিপি বেনজীরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কামাল জামান।

ব্যস, ছবিটি প্রকাশ হওয়ার সঙ্গেই সঙ্গেই বিতর্ক তুঙ্গে ওঠেছে। পাশাপাশি একটি ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় কামাল জামানকে। এই নানা বিতর্কের জেরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে এসেছেন ভাসাবির মালিক।

এতসব বিতর্কের কারণেই কামাল জামানের মনোনয়ন প্রাপ্তি মানতে পারেননি মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর কর্মী ও সমর্থকরা। তারা সোমবার রাতেই বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন। এসবের জেরেই ভাসাবির কামালের মনোনয়ন স্থগিত হয়েছে বলে গুঞ্জন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামালের মনোনয়ন স্থগিত করার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ