শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২২ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের জামায়াতে ইসলামী ঈমানের বড় ডাকাত: হেফাজত আমির ফের বাংলাদেশ সফরে পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা ইলিয়াস গুম্মান ১০-২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয়: আসিফ মাহমুদ সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওঃ ইউনুছ আহমদ ফরিদপুরের ঐতিহ্যবাহী পুরুরা মাদ্রাসায় বার্ষিক মাহফিল ২৬ নভেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের জন্য সুপারিশ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা সরকারি ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে নতুন ছুটি পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬

ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, 
ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর-৪ আসনের এক স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

সম্প্রতি ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ছড়িয়ে পড়ে। 
ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিল নিজের ফেসবুক আইডিতে এবিষয়ে পোষ্ট করেন। 

এ ঘটনায় মুফতি রায়হান জামিল আওয়ার ইসলামকে বলেন, 'এগুলো কোনো আঘাত নয়, বরং বিজয়ের লক্ষণ। যে গেট ভেঙে ফেলা হয়েছে, যে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, সবই একদিন জয়ের গল্প বলবে, ইনশাআল্লাহ। আলোকে কখনো অন্ধকার ঢেকে রাখতে পারে না।'

তিনি আরও বলেন, 'গরিব-অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ বিজয় অর্জন করব। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে থানাকে জানিয়েছি এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করলে আইনগত ব্যবস্থা নেব।'

এ বিষয়ে আব্দুল্লাহ নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, 'মুফতি রায়হান জামিল দীর্ঘদিন যাবত ফরিদপুর-৪ আসনে জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের জন্য আলোচনায় রয়েছেন। ১০ টাকা কেজিতে ইলিশ মাছ, ২ টাকা কেজিতে অসহায় গরিবদের মাঝে গরুর গোশত বিক্রি, এছাড়াও অন্যান্য মানবিক কাজের জন্য ফরিদপুর সহ সারা দেশে তার সুনাম ছড়িয়ে পড়ার কারণে হিংসা করে কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী ব্যক্তি রাতের অন্ধকারে তার ব্যানার ও গেট ভাঙচুর করেছে। যা খুবই দুঃখজনক।'

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান সাংবাদিকদের বলেন, 'মুফতি রায়হান জামিল এ বিষয়ে আমাকে মুঠোফোনে জানিয়েছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গেট-পোস্টার বা ব্যানার ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশনও ব্যবস্থা নিতে পারে বলে জানান তিনি।'

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ