বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

জনস্বার্থ উপেক্ষার অভিযোগ সাধারণ আলেম সমাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শাসনব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সাধারণ আলেম সমাজ।

জনস্বার্থ উপেক্ষা এবং নীতিগত অগ্রাধিকারহীনতার অভিযোগ তুলে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ অভিযোগ করে সংগঠনটি।

বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, "দেশের সার্বিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপগুলো দিন দিন জনগণের প্রত্যাশা থেকে দূরে সরে যাচ্ছে। বিশেষত, নীতিগত অগ্রাধিকারের অভাব এবং অপ্রাসঙ্গিক পদক্ষেপ জনমনে প্রশ্ন তুলছে।"

সাম্প্রতিক "সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪" নামে একটি সম্ভাব্য নতুন আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, "জনকল্যাণে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের আইন যেন নাগরিকদের স্বাধীন মত প্রকাশের অধিকার সীমিত বা ক্ষমতাসীনদের সমালোচনা দমন করার হাতিয়ার না হয়ে ওঠে, তা নিশ্চিত করা জরুরি।"

আলেম সমাজের দাবি, অতীতে এ ধরনের আইন প্রায়শই ক্ষমতাসীনদের সমালোচনা বন্ধ করতে ব্যবহৃত হয়েছে। নতুন সাইবার সুরক্ষা আইন যদি জনগণের অধিকার খর্ব করে, তবে তা শুধু দমননীতিকে জোরদার করবে।

তারা আরও বলেন, "দেশের সাধারণ মানুষ এখন এমন সিদ্ধান্ত ও পদক্ষেপ প্রত্যাশা করছে, যা সরাসরি জাতীয় অগ্রগতি, শিক্ষা, ন্যায়বিচার, বৈষম্য নিরসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।"

বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, "অগ্রাধিকারহীন কাজ বাদ দিয়ে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিন। যে কোনো নতুন আইন বা নীতি প্রণয়নের আগে বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিকদের মতামতকে প্রাধান্য দিন।"

সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে আরও বলা হয়, "জনগণের বিশ্বাস ও সমর্থন ধরে রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সর্বদা জনস্বার্থে সচেতন রয়েছি এবং থাকব।"

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ