শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ বলেছেন, জাতীয় রাজনৈতিক জীবনে নীতি ও আদর্শের এক কঠিন অগ্নি পরীক্ষা চলছে জেল জুলুম হামলা, মামলা এবং বিভিন্ন প্রলোভনের মাধ্যমে রাজনীতিবীদদের চরিত্র নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র চলছে। গণমানুষের ভোটের অধিকার হরণ করে ক্ষমতার মসনদ ঠিক রাখতে সরকার মরিয়া। এই কঠিন সময়ে নীতি নৈতিকতা বিবর্জিত কিছু আদর্শহীন লোক রাজনীতির নামে বেচাকেনা হচ্ছে। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না নেজামে ইসলাম পার্টি।

 শুক্রবার (২৪ নভেম্বর) দলের সভাপতি মাওলানা ছরওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভায় আরো যুক্ত ছিলেন, সংগঠন এর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর প্রিন্সিপাল আব্দুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নেজামী, মুফতী মোহাম্মদ আলী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, দলের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা মন্জুরুল কাদের চৌধুরী, মুস্তাফিজুর রহমান মাহমুদী,ডাঃ মাওলানা ইলিয়াস খান, সহকারী মহাসচিব হাফেজ আজিজুল হক, সংগঠন সচিব প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান, সহকারী অর্থসচিব আনওয়ারুল কবীর, এনামুল হক কুতুবী, রাশেদুল ইসাম, মাওলানা ফরহাদুল আলম, মুফতী দ্বীনে আলম হারুনী, আব্দুল্লাহ আল মাসউদ খান, এরশাদ বিন জালাল, আলহাজ শাকিরুল হক খান, আশরাফুল আলম, মাওলানা ওয়াহিদুজ্জান ফরিদপুরী ও ছাত্রসমাজের সভাপতি এহতেশামুল হক সাখী প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ