শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ ।। ২৩ কার্তিক ১৪৩২ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সংস্কার ছাড়া আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়: ইবনে শাইখুল হাদিস জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ বাকি ২ দিন নিবন্ধন পাচ্ছে আরও ১৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা চীনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আমি নির্বাচিত হলে ফুলবাড়িগেট শিল্পাঞ্চলকে পুনরায় প্রাণবন্ত করে তুলবো:  মাওলানা আব্দুল আউয়াল জুলাই সনদ-গণভোট : এই মুহুর্তের চ্যালেঞ্জ বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ উপদেষ্টা যুদ্ধবিরতিতে সম্মতির পরেও সুদানের রাজধানীতে আরএসএফের ড্রোন হামলা মসজিদে রাজনৈতিক কার্যক্রম: বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১

সংস্কারের নামে একটা সরকারি নাটক মঞ্চস্থ  হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আব্দুর রব ইউসুফী
রাষ্ট্র এবং সরকারের কাজ হওয়া উচিত দায়িত্বশীল পর্যায়ের। অযথা বা অর্থহীন কোনো কাজে রাষ্ট্রীয় সময় ও অর্থ ব্যয় করা অপরাধতুল্য। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সংস্কারের বিষয়টি জাতির সন্মুখে নিয়ে আসে। জাতিও এর পক্ষে আশাবাদ ব্যক্ত করে।
রাজনৈতিক দলগুলিও সরকারের আহ্বানে সাড়া দেয়।

দীর্ঘ আলোচনা ও বৈঠকে কিছু মতদ্বৈধতাসহ একটা সংস্কারলিপি তৈরি হয়। সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত দেয়ার সুযোগ রাখা হয়। যে সকল বিষয়ে কোনো দল একমত না হবে সেখানে ‘নোট অব ডিসেন্ট’ এর কলাম রাখা হয়।

এভাবেই লিপিটি তৈরি হয় এবং রাজনৈতিক দলসমূহের স্বাক্ষর নেওয়া হয়। কিন্তু স্বাক্ষরের পরে যে কপিটি সরকারের অনুমোদনের জন্য সংস্কার কমিশন তৈরি করে তাতে ‘নোট অব ডিসেন্ট’ রাখা হয়নি। এর অর্থ হলো সংস্কার কমিশন শুরুতেই যা চেয়েছিল তা-ই বলবৎ হয়েছে। তাহলে এই দীর্ঘ সময়ের কাজটিকে সরকারের সাজানো একটা নাটক ব্যতীত আর কী বলা যেতে পারে।

সরকার পরিবর্তনের পর বর্তমান সরকার এবং সংস্কার কমিশনের বিরুদ্ধে এই নাটকতার জন্য নৈতিক ও অর্থনৈতিক মামলা করতে হবে এবং দায়মুক্তি দেওয়া যাবে না। পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারও এভাবেই জাতির সঙ্গে মসকারা করত। তাহলে উভয় সরকারের মধ্যে তফাতটা আর কী থাকল। এই সংস্কারলিপি সরকারের অনুমোদনের আর কী আছে। এটা কীভাবে অনুমোদিত হবে না হবে, অধ্যাদেশের মাধ্যমে নাকি গণভোটে হবে, আগে হবে না পরে হবে তাতে কিছু যায় আসে না।
লেখক: প্রবীণ রাজনীতিবিদ, সিনিয়র সহসভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ