শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

রাসুলের আদর্শ গ্রহণই হোক রবিউল আউয়ালের অঙ্গীকার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন বিন সাবের আলী

‘বালাগাল  উলা বি কামালিহি 
কাশাফাদ দোজা বি জামালিহি 
হাসুনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি’..শেখ সাদি রহ.

রবিউল আউয়াল মাস এই জাতীয় বহু দরুদ পাঠের মাস। ব্যাপকভাবে সিরাতে রাসুল সা. চর্চার মাস। নবীজি সা.-এর সিরাতই হোক আমাদের জীবনের সকল ক্ষেত্রে পাথেয়, মডেল ও অনুসরণীয়-অনুকরণীয় –এটাই হলো সিরাতের মাসের আহ্বান। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, রবিউল আউয়াল মাস এলে সারা বিশ্বের চিত্র ও আমাদের কালচার এমন হয়ে গেছে যে ‘রবিউল আউয়াল এলে তোমার গুণ গাই, রবিউল আউয়াল চলে গেলে তোমায় ভুলে যাই।’ অথচ সুরা আহজাবে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমাদের জন্য রাসুল সা. -এর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ -আয়াত, ২১। আমরা আমাদের সকল অঙ্গনে সকল ক্ষেত্রে সব সময় রাসুলে কারিম সা. -এর সুন্নাহ ও আদর্শ গ্রহণ করা উচিত। 

অনেকেরই প্রশ্ন থাকে, এই মাসের ফজিলত কী? এবং এ মাসে কী করণীয়? উত্তরে বলবো, রবিউল আউয়াল খুবই ফজিলত ও বরকতের মাস। অধিকাংশ আলেমের মতে রমজানের পরই রবিউল আউয়ালের মর্যাদা। রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ, এ মাসে কুরআন নাজিল হয়েছে। আর রবিউল আউয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ, এ মাসে নবি করিম সা. পবিত্র মক্কা শরিফে ভূমিষ্ঠ হয়েছেন। এ মাসটি তাৎপর্যপূর্ণ হওয়ার আরও অনেক কারণ রয়েছে। যেমন, এ মাসেই আম্মাজান খাদিজাতুল কুবরা রা.কে বিয়ে করেন আল্লাহর রাসুল সা.। এ মাসেই মুসলমানদের জন্য প্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটিই ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। এ মাসে আল্লাহর রাসুল সা. প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন এবং যেদিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার ১২ রবিউল আউয়াল। এ মাসেই বিশ্ব মানবতার মুক্তির দূত, হজরত মুহাম্মাদ সা.-এর ওপর আরোপিত রিসালাতের দায়িত্ব পালন শেষে দ্বীন-ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দেন তিনি। 

কুরআন হাদিসে এ মাসের জন্য নির্দিষ্ট কোনো আমল বা ইবাদত পাওয়া যায় না। তবে কিছু আমল আছে, অন্যান্য মাসের মতো এ মাসেও সেগুলো করা যায়। যেমন, প্রতি সোমবারে রোজা রাখা। এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু কাতাদাহ রা.‌ বলেন, সোমবারের রোজা সম্পর্কে নবী করিম সা.কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এ দিন আমি জন্মলাভ করেছি এবং এ দিনেই আমি নবুওয়াতপ্রাপ্ত হয়েছি বা আমার ওপর (কুরআন) নাজিল করা হয়েছে। -মুসলিম, হাদিস, ১১৬২। হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহ তায়ালার দরবারে) আমল পেশ করা হয়। আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি। -তিরমিজি, হাদিস, ৭৪৭)। এছাড়া প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বিজের তিনটি রোজা রাখার কথা এসেছে হাদিসে। এর প্রতি যত্নশীল হওয়া যেতে পারে। হজরত আব্দুল্লাহ ইবনে আ’মর ইবনে আ’স রা. থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন, সারা বছর ধরে সিয়াম পালনের সমান।’-বুখারি, ১১৫৯, ১৯৭৫)।

তাই পরিশেষে বলবো, আসুন রবিউল আউয়াল মাসসহ সারা বছরই দরূদের গান গাই। সিরাত চর্চা করি। সে মোতাবেক জিন্দেগি পরিচালনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই। কারণ, মানবজাতির সচেতন প্রত্যেক ব্যক্তিই তাঁকে জীবনের সকল ক্ষেত্রে সাফল্যের জন্য অনুকরণীয় আদর্শ মনে করা উচিত। আমরাও মনে করি, শান্তি-সম্প্রীতিতে ভরা সমৃদ্ধ ও আদর্শ রাষ্ট্র-দেশ গড়তে হজরত রাসুলুল্লাহ সা.-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। 

লেখক: মাদরাসা শিক্ষক ও তরুণ লেখক; -কাজলা (ভাঙ্গাপ্রেস), যাত্রাবাড়ী, ঢাকাে

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ