।।মুফতি সাঈদ আহমদ।।
২০০৮ সালের কথা। ওয়ান ইলেভেনের সময় চলছিল। মাইনাস টু ফর্মুলা কার্যকর করতে ব্যর্থ হয়েছিল তৎকালীন মইনুদ্দিন ফখরুদ্দিন সরকার। প্রথম আলো ডেইলি স্টার ডক্টর ইউনূসকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার পরিকল্পনায় ছিল। কিন্তু জনগণ সাড়া দেয়নি।
ঠিক সেই সময় অনেকটা মনে পড়ছে প্রথম আলোতেই ডক্টর ইউনূসের একটি সাক্ষাৎকার ছাপানো হয়। সেই সাক্ষাৎকারে তাকে বাংলাদেশের আলেম সমাজ ও তার কার্যক্রম নিয়ে আলেম সমাজের তীব্র সমালোচনার ব্যাপারে প্রশ্ন করা হয়।
সেই সাক্ষাৎকারটি আমার পড়ার সুযোগ হয়। যতটা মনে পড়ছে এদেশের আলেম সমাজকে সমাজের মূল ধারার বাইরে বিচ্ছিন্ন একটি জনগোষ্ঠী হিসেবে তুলে ধরেন। আলেম সমাজের মন্তব্য নিয়ে জবাব দেওয়া থেকে বের হতে থাকেন। এই সাক্ষাৎকারটির বাস্তব কিছু নমুনা এখন দৃষ্টিগোচর হচ্ছে।
ক্ষমতায় আসার পর সংস্কার কার্যক্রমে নারী কমিশনের প্রস্তাবনা নিয়ে তার আবেগ ও উল্লাস ছিল অন্যরকম। নারী কমিশনের প্রস্তাবনার প্রতিবাদে হেফাজতে ইসলামের বিশাল মহাসমাবেশ হলো। বিএনপি এনসিপি জামায়াতে ইসলামও প্রতিবাদ করল। কিন্তু সরকার থেকে এ ব্যাপারে তাদের অবস্থান নিয়ে কোনো কথা তারা পরিষ্কার করল না।
এবার জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় নিয়ে এদেশের আলেম সমাজের স্পষ্ট অবস্থান ইতোমধ্যে তুলে ধরা হয়েছে। এত বড় জনগোষ্ঠীর প্রতিবাদ হচ্ছে। ইউনূস সরকারের কাছে আলেম সমাজ কি গুরুত্বহীন।
আফসোস হচ্ছে ৫ আগস্টের পর থেকে ইসলামপন্থী সংগঠনগুলো ইউনূসের সকল পদক্ষেপে সবচাইতে বেশি সহযোগিতা করে আসছে। এবং ইউনূস সরকারকে দীর্ঘায়িত করার সমর্থনও তারা দিয়ে যাচ্ছে। এটার ভবিষ্যৎ ভাবা প্রয়োজন।
একটি পক্ষ বলতে চায় শেখ হাসিনার মোকাবেলায় ইউনূসের সাথেই আমাদের থাকতে হবে। অন্যথায় হাসিনা ভারত আবার আসবে। এটা দুর্বল কথা। শেখ হাসিনার পতন পরিকল্পনায় হয়নি। সে মাস্টার মাইন্ড নয়। অজস্র প্রমাণ ও আলামত রয়েছে শেখ হাসিনার পতন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যেই হয়েছে। এবং আমাদের ভবিষ্যৎ সকল বিজয় আল্লাহর সাহায্যেই হবে ইনশাআল্লাহ। আমাদের ইউনূসের সাহায্যের প্রয়োজন নেই। আমরা ভারত থেকে মুক্ত হয়েছি অন্য কারো দাসত্বের জন্য নয়। আমাদের মুক্তি সংগ্রাম একটি স্বাধীনতার জন্য।
আমাদের আলেম সমাজকে গুরুত্বহীন মনে করা ইউনূসের রাজনৈতিক অপরিপক্ষতা। এটা তার ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত তাকে ইতিহাসের ডিলেনে পরিণত করবে। রাষ্ট্রের প্রকৃত কল্যাণকামী আলেমসমাজ।
লেখক: মাদরাসা শিক্ষক ও চিন্তক
এনএইচ/