আল আমিন বিন সাবের আলী
বর্তমান বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয় রক্তক্ষরণ করছে গাজা উপত্যাকা। ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর ইসরাইলের গণহত্যা এবং বর্বরোচিত হামলার বিষয়টি, বিশেষ করে বিগত দেড় বছর থেকে তাদের সেই বর্বরতা ও গণহত্যার সকল সীমা অতিক্রম করেছে। এর বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী, মানবতার পক্ষের মানবজাতি আজ প্রতিবাদে ঐক্যবদ্ধ।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট' -এর পক্ষ থেকে আগামীকাল ১২ এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে গাজাবাসী ও ফিলিস্তিনের মুক্তির দাবিতে এবং ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ ও প্রতিবাদকে সফল করা আমাদের ঈমানি দায়িত্ব। আসুন নিজে উপস্থিত হই এবং দেশের সকল শান্তিকামী তাওহিদি জনতাকে এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণের আহ্বান জানাই।
আগামীকালকের আহূত 'মার্চ ফর গাজা'কে সফল করতে আমরা আরো যে বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি : 
১। আজকের (জুমার দিনের) দোয়া কবুলের সময়গুলোতে আন্তরিক দোয়ায় মনোযোগী হতে পারি। 
২। আজকে রাতে আমরা সাহরি খেয়ে আগামীকালের উদ্দেশ্যে রোজা রাখতে পারি। এতে গাজাবাসীরমুক্তি ও ফিলিস্তিনের স্বাধীনতা কামনাসহ আইয়ামে বিজের এবং শাওয়ালের রোজারও নিয়ত করতে পারি।
৩। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে দোয়ায় মনোযোগী হতে পারি।
৪। দেশ ও দশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন যেকোনো কথা, কাজ ও পরিস্থিতি সৃষ্টি পরিহার করে চলতে হবে।
৫। এক জুলুমের প্রতিবাদ করতে গিয়ে আমরাও কোনো জুলুমে জড়িয়ে পড়ছি কিনা –সে ব্যাপারে সকলকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এসএকে/
                              
                          
                              
                          
                        
                              
                          