শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ব্লাসফেমি আইন প্রণয়ন চায় সাধারণ আলেম সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ একটি মুসলিম-প্রধান দেশ, যেখানে ধর্মীয় মূল্যবোধ জনগণের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম এবং ধর্মীয় অনুশাসন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কটূক্তি করার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার নামে এ ধরনের কর্মকাণ্ড যেমন ধর্মপ্রাণ জনগণের অনুভূতিকে আঘাত করে, তেমনি সামজিক অরাজকতা, বিশৃঙ্খলা ও সহিংসতার ঝুঁকিও তৈরি করে।  

বিশ্বের বিভিন্ন দেশে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) রোধে কঠোর আইন রয়েছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করে। পাকিস্তান, সৌদি আরব, ইরানসহ বহু মুসলিম দেশে এই আইন কার্যকর রয়েছে। বাংলাদেশেও এ ধরনের একটি আইন প্রণয়ন এখন সময়ের দাবি।

সম্প্রতি সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা নামক ব্যক্তি আল্লাহ ও পবিত্র ধর্ম ইসলাম নিয়ে অত্যন্ত জঘন্যভাষায় কটুক্তি করেছে, যেটি ছিল ধর্মপ্রাণ ও তৌহিদি জনতাকে উসকে দেয়ার ঘৃণ্য হাতিয়ার। এ ধরনের চরম উসকানিমূলক বক্তব্যের দায়ে রাখাল রাহাকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং রাষ্ট্রীয় সকল কার্যক্রম থেকে তাকে শোকজ করা হোক। সেই সাথে অদূর ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার দুঃসাহস কেউ না দেখায়, এজন্য কঠোর আইনি কাঠামো প্রণয়ন করা হোক।
 
বাংলাদেশে ব্লাসফেমি আইন প্রণয়ন শুধু ধর্মপ্রাণ জনগণের নৈতিক অধিকার নয়, বরং জাতীয় স্থিতিশীলতা ও সামাজিক শৃঙ্খলার জন্য অপরিহার্য। এখনই সময় সম্মিলিতভাবে এই দাবিকে বাস্তবায়নের জন্য এগিয়ে আসার!

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ