শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭


তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ‍নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় নির্বাচন, ইইউ পর্যবেক্ষক দল পাঠানোসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়েছে। 

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, এবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেই ইউরোপীয় ইউনিয়ন বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে। এই বিষয়গুলো নিয়েই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তারা কথা বলতে এসেছিলেন। খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তাদের অধিকতর সহযোগিতা দেবে ইইউ। গত কয়েকটি নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠায়নি। ইইউ বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। নির্বাচন কেমন হতে যাচ্ছে, বিএনপির ভূমিকা কেমন থাকবে এবং নির্বাচন শেষ হওয়ার পর বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে কী ভাবনা-চিন্তা, তা জানতে চেয়েছেন তারা। এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন, এই নির্বাচন দ্রুত করার দাবিটি মূলত বিএপির ছিল। নির্ধারিত তারিখেই শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন। এ বিষয়ে বিএনপির যে প্রতিশ্রুতি, এটা তিনি পুর্নব্যক্ত করেছেন। 

সাক্ষাতের সময় নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ