বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭


হজের নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়ানো হবে না সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৬ সালে পবিত্র হজে যেতে চাইলে আগামী ১২ অক্টোবরের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সুযোগ থাকবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন চলবে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত হবে হজ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ