সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন, জানালেন উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিগত সরকারের সঙ্গে ভারতের যে ধরনের ঘনিষ্ঠতা ছিল, বর্তমানে আমাদের সঙ্গে সেই ধরনের সম্পর্ক নেই। আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভারতের সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শীতল— আমি এমনটা বলতে চাই না। এটি একটি রি-অ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটিকে সেভাবেই দেখছি। এক্ষেত্রে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই।

কোথায় রি-অ্যাডজাস্টমেন্ট হচ্ছে— প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা স্বীকার করি, বিগত সরকারের সঙ্গে ভারতের যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যে রকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে সম্পর্ক সেই ধরনের নেই। তাই এটিকে আমি রি-অ্যাডজাস্টমেন্ট বলছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় মূল ফোকাস বা মূল ফোকাল পয়েন্ট নয়— এ ধরনের সমালোচনা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়ে আমি কোনো কথা বলব না। আমি যদি এখন একটি কথা বলি, আরেকটি বিতর্ক তৈরি হবে। এজন্য নীরবতা অবলম্বন করা উত্তম।

রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। তার বর্তমান স্ট্যাটাস কী— জানতে চাইলে তিনি বলেন, উনি এখানে এ পদে যোগ দেননি। এটুকু আমি বলতে পারি।

তার নিয়োগ বাতিল হয়েছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু বললাম, এটি বর্তমান অবস্থা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ