বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭


নড়াইলে গ্রাম আদালতে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এছাড়া বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক জেনারুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নুরেন মায়িশা খান, ওয়েভ ফাউন্ডেশনের সদর উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক, লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, কালিয়া উপজেলা সমন্বয়কারী বাকিয়া সুলতানা নিলাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ পেশ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ