সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

হজযাত্রীর কোটা না বাড়ানোর অনুরোধ ধর্ম উপদেষ্টার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৬ সালের হজে প্রতি এজেন্সির জন্য হজযাত্রীর কোটা দুই হাজার নির্ধারণের পূর্বঘোষিত সিদ্ধান্তের পরিবর্তে তা আগের মতো এক হাজারই বহাল রাখার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ (২০ জুন) বিকেলে সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে সৌদি ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে ধর্ম উপদেষ্টা ২০২৫ সালের সুশৃঙ্খল ও সফল হজ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি অননুমোদিত হজ বন্ধ, সময়মতো নুসুক কার্ড সরবরাহ, মাশায়ের এলাকায় নির্বিঘ্ন পরিবহন, উন্নত চিকিৎসাসেবা এবং মৃত্যুহার হ্রাসে গৃহীত উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সহজ ও সুশৃঙ্খল করতে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন ড. খালিদ হোসেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

নুসুক মাসার ড্যাশবোর্ডে তথ্য সমৃদ্ধকরণ এবং পরিবীক্ষণের সুযোগ রাখা

মক্কা রুট ইনিশিয়েটিভসের মাধ্যমে লাগেজে আরএফআইডি ট্র্যাকিং প্রযুক্তি চালু

মিনা ও আরাফার তাঁবুতে বেডের আকার বৃদ্ধি

মাশায়ের এলাকায় টয়লেট ও পানির সরবরাহ বৃদ্ধি

হজের আবশ্যিক খরচ আগাম ঘোষণা

বাংলাদেশ ও সাউদিয়ার পাশাপাশি তৃতীয় জাতীয় ক্যারিয়ার চালুর অনুরোধ

বৈঠকে সৌদি ডেপুটি মিনিস্টার বাংলাদেশের প্রস্তাব ও পর্যবেক্ষণ মনোযোগ সহকারে শুনে তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বাংলাদেশকে হজ রোডম্যাপ অনুযায়ী সময়মতো প্রস্তুতি সম্পন্ন করারও আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, হজ কনসাল মো. আসলাম উদ্দিন এবং সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ