বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ট্রেনে ফিরতি যাত্রা : ১৪ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। যেসব যাত্রী ঈদের পর ১৪ জুন ভ্রমণ করতে চান, তাদের জন্য আজ থেকেই টিকিট বিক্রি হচ্ছে। এবারও যাত্রীদের সুবিধার্থে সমস্ত টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, যার ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা কমেছে।

বুধবার (৪ জুন) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে, এবং দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩ জুন। এ ছাড়া সর্বশেষ ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

বিশেষ ব্যবস্থা হিসেবে ঈদের পরে ৭ দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে, তবে একবারে ৪টি আসন পর্যন্ত টিকিট কেনা যাবে। এছাড়া, একাধিক আসন কিনলে সহযাত্রীদের নাম টিকিটে উল্লেখ করতে হবে। মনে রাখবেন, এই টিকিট ফেরত দেওয়া যাবে না।

এই ব্যবস্থাপনায় যাত্রীরা আগাম টিকিট কিনে নিজেদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নভাবে নিশ্চিত করতে পারবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ