সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


আফগানিস্তান-পাকিস্তানের অবস্থা দেখেন আজকে কোথায়! কেন পাকিস্তান আজকে এই জায়গায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবিক করিডর বা চ্যানেল যেই নামেই ডাকা হোক না কেন, এর কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের দেয়ার অধিকার নেই—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের ভূরাজনৈতিক নিরাপত্তা: প্রেক্ষিত মানবিক করিডর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “কেন করিডর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত দিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায়নি? জিয়াউর রহমানের সময় যায়নি? খালেদা জিয়ার সময় যায়নি? তখন কি করিডর দিয়ে হয়েছিল? করিডর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাচ্ছি? আফগানিস্তান-পাকিস্তানের বর্তমান অবস্থা দেখুন। কেন পাকিস্তান আজ এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করব?”

সেমিনারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “ডিসেম্বরে একটি দল নির্বাচন চায়—প্রধান উপদেষ্টার এ বক্তব্য সঠিক নয়। তার দলও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।”

একই মত জানান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালাইসিস’-এর নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ