বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

মুফতি সাঈদ আহমদকে অপহরণ চেষ্টা, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী, ধর্মীয় আলোচক, সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সাধারণ সম্পাদক ও কলরবের পরিচালক মুফতি সাঈদ আহমদের ওপর অতর্কিত আক্রমণ ও অপহরণের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সংস্কৃতি কেন্দ্র।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান সংগঠনটির সভাপতি জাগ্রত কবি মুহিব খান, সাধারণ সম্পাদক কাউসার আহমাদ সুহাইল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদরুজ্জামান।

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা মনে করি, শুধুমাত্র শাহবাগ সমাবেশে উপস্থিত থাকার দোহাই দিয়ে এ ধরনের আচরণ উদ্দেশ্যমূলক ও ন্যাক্কারজনক।’

তারা বলেন, ‘২০১৩ সালে মুফতি সাঈদ আহমদ বয়সে সদ্য কৈশোর পেরুনো একান্ত তরুণ ছিলেন এবং রাজধানী ঢাকার একটি স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। সেই প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকমন্ডলির নির্দেশে তাকে এই সমাবেশে শিক্ষার্থী হিসেবে যোগদান করতে হয়েছিল, এর দায় তার উপর বর্তানো যায় না। এই সমাবেশে উক্ত প্রতিষ্ঠান প্রধানের প্রদান করা বক্তব্যও তার নিজের নয়। যদি এই বক্তব্যের প্রতিকার প্রয়োজন হয় তাহলে সরাসরি বক্তব্যদাতার মুখোমুখি হওয়াই বাঞ্চনীয়। একের দায় অন্যের উপর চাপানো উচিত নয়।’

বিবৃতিতে তারা আরো বলেন, ‘ইতিমধ্যে মুফতি সাঈদ আহমদ এ বিষয়ে তার অবস্থান ও বাস্তবতা সামাজিক গণমাধ্যমে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। এরপর এ নিয়ে তার সঙ্গে আর কোন বিবাদ বিদ্বেষ বাকি থাকা গ্রহণযোগ্য নয় বলে আমরা মনে করি। আমরা এর নিষ্পত্তি কামনা করছি।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ